হোম > সারা দেশ > ঢাকা

এসেছিলেন পেনশন চাইতে, লাশ মিলল কর্মস্থলেরই এক কর্মকর্তার কক্ষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।  

নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।

পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার