হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় সিএনজি আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের ঢালে তেলের লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা এনআইডি কার্ড থেকে তাঁর নাম খলিলুর রহমান মজুমদার (৩১) বলে জানা গেছে। এই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. আমির হোসেন (৩২) আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টায় খলিলুরকে মৃত ঘোষণা করেন। 

আহত আমির হোসেন জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থেকে খলিলুর রহমান নামে ওই ব্যক্তিকে তাঁর সিএনজিতে করে উত্তরায় নিয়ে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী ব্রিজের ঢালে সামনের দিক থেকে আসা একটি তেলের লরি তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই আহত হন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান, দুর্ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছে। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সিএনজি আরোহী মারা যান। আহত সিএনজির চালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। 

আলাউল হক আরও জানান, মৃত ব্যক্তির সঙ্গে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডসহ বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা গেছে নিহতের নাম খলিলুর রহমান মজুমদার। তাঁর বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার গোমকোট গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম মজুমদার। 

এসআই আরও জানান, মৃত ব্যক্তির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটির একটি আইডি কার্ডও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি ওই ইউনিভার্সিটিতে এমবিএ করছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে আরও বিস্তারিত জানা যাবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট