হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানি, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানির অভিযোগে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মর্জিনা পারভীনকে বদলি করা হয়েছে। আজ বুধবারের মধ্যে তাঁকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ নির্দেশ দেন। 

জানা যায়, সরকারি নিয়ম উপেক্ষা করে মাতৃত্বকালীন ছুটি নিয়ে নারী শিক্ষকদের হয়রানির অভিযোগে ওই প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার আলী এহসান গত ৩০ ডিসেম্বর সরেজমিনে তদন্ত করেন। অভিযোগের সত্যতা পেয়ে গত ৫ জানুয়ারি তদন্ত রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজের কাছে জমা দেওয়া হয়। পরদিন ৬ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একপত্রে শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠায়। শিক্ষা অধিদপ্তরের নির্দেশে মর্জিনা পারভীনকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। ওই পত্রে আজ বুধবারের মধ্যে তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম বলেন, গত জুন মাসে যোগদানের পর তিনি মহিলা শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে চরম হয়রানি শুরু করেন। সরকার ঘোষিত মাতৃত্বকালীন ছুটির প্রচলিত নিয়ম উপেক্ষা করে মনগড়া আইন চালু করেন। যা নিয়মবর্হিভূত এবং শৃঙ্খলা বিরোধী। তাঁর শাস্তিমূলক বদলিতে শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ বলেন, মর্জিনা পারভীনকে কিশোরগঞ্জের বাজিতপুরে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘শিক্ষকদের মাতৃকালীন ছুটি মঞ্জুর করাতে ভোগান্তি’, ১ জানুয়ারি ‘মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানির ঘটনায় তদন্ত’ ও ৮ জানুয়ারি ‘মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শাস্তির সুপারিশ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন