হোম > সারা দেশ > নরসিংদী

কথাকাটাকাটি দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৫)। সে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, আতিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে বাসচালকের ভাড়ার টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ড্রাইভার ও যাত্রীদের কথাকাটাকাটি দেখতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়। নিহত আতিকুলও লোকজনদের সঙ্গে দাঁড়িয়ে ছিল সেখানে। এমন সময় হঠাৎ করে বাসের ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে। এতে আতিকুলের মাথা থেঁতলে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

পরে স্থানীয়দের সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। 

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ এরই মধ্যে বাস ও চালককে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতিকুলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির