হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী বাস কাউন্টারে দুই বাসের চাপায় রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বনফুল বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সুমন খান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা যাত্রাবাড়ীর বনফুল বাস কাউন্টারের চাকরি করেন। নাসির বাস কাউন্টারের ম্যানেজার ছিল। বিকেলে একটি বাসে যাত্রী ওঠানোর সময় বাসটি কাউন্টার থেকে বের হচ্ছিল। তখন সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন নাসির। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নাসিরের ছোট বোন জামাই ইস্রাফিল আলম বলেন, তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামে। তাঁরা একসঙ্গে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় থাকেন। বাবার নাম মৃত নাজেম আলী হাওলাদার। দুই ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। ১৮ হাজার টাকা মাসিক বেতনে বনফুল বাস কাউন্টার ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির