হোম > সারা দেশ > ঢাকা

‘মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে’

ঢাবি প্রতিনিধি

মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ মানুষ ছিলেন, আমাদের সমাজের জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তিনি আগাগোড়া মুক্তিযোদ্ধা ছিলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, তার আগেও মুক্তিযুদ্ধের যেই চেতনা অর্থাৎ সমাজ পরিবর্তনের যেই চেতনা তিনি তা আজীবন ধারণ করতেন। ১৬ ডিসেম্বরের পরে তিনি এতটুকু বুঝেছিলেন যে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, তাঁর আরও অনেক কাজ আছে। বিশেষ করে দুটি ক্ষেত্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাজ অসাধারণ! একটি হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে যে ধারা প্রবর্তন করেছেন, ওষুধনীতি চালু করেছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আর শিক্ষা ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় চালু করেছেন।’ 

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আবার যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের অংশগ্রহণ বেশি, তিনি অর্থনৈতিকভাবে নারীদের মুক্তির জন্য যে কাজ করেছেন তার প্রতিফলন তাঁর প্রতিষ্ঠানে আছে। গণস্বাস্থ্য কেন্দ্রের আড়াইহাজার কর্মীর মধ্যে শতকরা ৪০ জন হচ্ছে নারী। আরও বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর কোনোটাই ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত নয়, কোনোটারই মালিক তিনি নিজে নন, মালিক হচ্ছে সমাজ, এই যে সামাজিক মালিকানায় বিশ্বাস, সামাজিক মালিকানায় প্রতিষ্ঠান গড়া; এটি আমাদের দেশে অনন্য দৃষ্টান্ত।’ 

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছেন, অনুকরণীয় হয়ে রয়েছেন। আমাদের শক্তির সংগ্রামে জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন এবং থাকবেন। আমাদের মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে, ততই ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতি উজ্জ্বল হয়ে উঠবে, গৌরবান্বিত হবে। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়, তবে দৃষ্টান্তগুলো অনুকরণীয়। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন