হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের ওপর গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছেন শাবিপ্রবি ভিসি: আনু মোহাম্মদ

ঢাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাঁদের ওপর সরকারি গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষার্থীরা শুধু হলের ডাইনিং ও অন্যান্য অব্যবস্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু তাঁদের সেই দাবি না মেনে, তাঁদেরই হামলা-মামলা দিয়ে হেনস্তা করা হয়েছে।’ 

আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। 

আনু মোহাম্মদ বলেন, ‘শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এটার মূলকথা হচ্ছে এ ধরনের উপাচার্য দায়িত্বে থাকার যোগ্য নয়। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক।’ 

অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ধরনের উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সুসম্পর্ক নেই। যারা শিক্ষার্থী বান্ধব না এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সচেতন না। এঁদের দ্বারাই আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অচলাবস্থা তৈরি হয়েছে। এসব উপাচার্যগণ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দুঃশাসনের পৃষ্ঠপোষকতা করছে। যার ফলে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯