হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে আগুনে পুড়েছে তিন বসতঘর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়ে গেছে একই পরিবারের তিনটি বসতঘর। আজ বুধবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ঘটনায় তিনটি বসত ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র পুরে গেছে। 

দিয়াপাড় গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল, উজ্জ্বল, চঞ্চলের তিনটি ঘরের মধ্যে দুটি পুরোপুরি পুড়ে গেছে। একটি ঘরের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বেশির ভাগই পুড়ে গেছে।

উজ্জ্বল বলেন, ‘আমি মাটি কাটার কাজ করতে গিয়েছিলাম। এসে দেখি, আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার স্ত্রী রান্না করছিল। রান্না করার সময় পাশের ঘরে যান। এসে দেখেন আগুন ধরে গেছে।’

হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি বসতঘর পুরোপুরি, একটি আংশিক এবং রান্নাঘর পুড়ে গেছে। আসবাবপত্র, টেলিভিশনসহ ঘরের জিনিসপত্রও পুড়ে গেছে। তাতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে