হোম > সারা দেশ > ঢাকা

দুই অপ্রাপ্ত বয়স্কের প্রেম থেকে সন্তানের জন্ম, বিয়ের অনুমতি দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের পীরগাছায় অপ্রাপ্তবয়স্ক ছেলে–মেয়ের প্রেমের সম্পর্ক থেকে সন্তান জন্মদানের ঘটনায় উভয় পরিবার চাইলে বিয়ের ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। যশোর কিশোর সংশোধনাগার কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।

কিশোরের জামিন শুনানিকালে আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কিশোরের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার। তিনি বলেন, ‘ছেলে–মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। তাদের উভয়ের অভিভাবককে ডেকেছিলেন হাইকোর্ট। যেহেতু সন্তান হয়ে গেছে, তাই উভয় পরিবার চাইলে বিয়ের ব্যবস্থা করতে বলেছেন আদালত। আর বিয়ে হলে সেটা আদালতকে জানাতে বলা হয়েছে।’

সেলিনা আক্তার আরও বলেন, ‘ওই কিশোরের ডিএনএ পরীক্ষার আবেদন করেছে পুলিশ, যা এখনো আদেশের অপেক্ষায়। তবে কিশোরের জড়িত থাকার বিষয়ে জবানবন্দি রয়েছে। তাই আদালত বলেছেন, কেবল উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হতে পারে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, নবম শ্রেণির কিশোরী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোর। প্রেম থেকে শারীরিক সম্পর্কে জড়ালে কিশোরী গর্ভবতী হয়। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ওই কিশোর বর্তমানে যশোর কিশোর সংশোধনাগারে আছে।

গত ঈদুল আজহার দুই দিন পর কিশোরী সন্তান প্রসব করে বলে জানা যায়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু