হোম > সারা দেশ > ঢাকা

‘গণ-অভ্যুত্থানের চেতনা থেকে সরে গিয়ে রাজনৈতিক দলগুলো আপসের পথে’

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।

তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।

সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।

জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।

সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।

বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু