হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-২: উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পর মনোনয়নপত্র নিলেন শাহীন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঢাকার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন। 

বিষয়টি শাহীন আহমেদ নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেছেন, ‘আজ আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি এবং একই সঙ্গে ঢাকা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দুই-এক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেব।’

শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহীনের নির্বাচনী আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সাবেক সুলতানগঞ্জ ইউনিয়ন, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোরা ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (হজরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা, কালিন্দী, এবং আগানগর ইউনিয়ন) নিয়ে গঠিত।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু