হোম > সারা দেশ > ঢাকা

প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৪ যাত্রী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 

গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন। 

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন। 

জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। 

জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন