জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সরকার ও রাজনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে মার্কেটিং বিভাগ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সরকার ও রাজনীতি বিভাগ ৬০ রানে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।
জানা যায়, মার্কেটিং বিভাগ টসে জিতে সরকার ও রাজনীতি বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সরকার ও রাজনীতি বিভাগ নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান করে। এতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ২৫ বলে ৫২ রান করেন। জবাবে মার্কেটিং বিভাগ ৪ উইকেটে ৫৩ রান করতে সমর্থ হয়।
খেলে শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।