হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পাঁচ ভারতীয়ের কাছ থেকে মদ, শাড়ি ও মোবাইল ফোন জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজন ভারতীয় নাগরিকের কাছে থেকে বিপুল বিদেশি মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে এসব মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়।

জব্দ করা মালপত্রের মধ্যে ৯১ লিটার বিদেশি মদ (৯১ বোতল), ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি রয়েছে।

ওই ভারতীয় নাগরিকেরা হলেন বিশ্বজিৎ মজুমদার, মানস কুমার বালা, দেবরাজ দে, সঞ্জিব বিশ্বাস ও তমাল খান।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান মুন্সি জানান, ভারত থেকে ৬ই১১০৭ ফ্লাইটে ওই পাঁচ ভারতীয় নাগরিক সকাল ৭টা ৩৩ মিনিটের ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাঁরা ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদন না করে দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তী সময়ে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা তাঁদের আটক করে। তাঁদের কাস্টম ব্যাগেজ ইনভেন্ট্রি কাউন্টারে এনে তল্লাশি করা হয়।’

মো. মিজানুর রহমান মুন্সি বলেন, তারপর ভারতীয় ওই পাঁচজন নাগরিকের কাছ থেকে ৯১ লিটার মদ, ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় বিভাগীয় আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব