হোম > সারা দেশ > শরীয়তপুর

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা করেন রাসেল: পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি

গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন রাসেল পাহাড় (২৫) নামের এক যুবক। এতে রাজি না হওয়ায় গায়ে আগুন ধরিয়ে তাঁকে হত্যাচেষ্টা করেন রাসেল। গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনায় গতকাল সোমবার রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গৃহবধূ হত্যাচেষ্টার ঘটনায় আজ বেলা ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম।

এ সময় পুলিশ সুপার জানান, রাসেলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাগদি এলাকায়। তিনি এক গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে তাঁর ওপর ক্ষুব্ধ হন রাসেল।

গত ২৫ নভেম্বর রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা রাসেল ও তাঁর এক সহযোগী গৃহবধূর মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে হাত-পা দিয়ে বেঁধে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেন। গৃহবধূ আগুন থেকে বাঁচতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় চিৎকারে স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করের বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।

আগুনে গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনার পরের দিন ভুক্তভোগীর বোন সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাসেলকে গতকাল বিকেলে ভেদরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক ও জঘন্য কাজ। প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি নেশায় আসক্ত। তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। রাসেলকে ধরতে সক্ষম হয়েছি। তাঁকে আজ আদালতে পাঠানো হবে। এ ছাড়া তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে