হোম > সারা দেশ > ঢাকা

মায়ের সামনেই পুড়ে মরল শিশু সাদিয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।

ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’

সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন