হোম > সারা দেশ > টাঙ্গাইল

দাঁড়ানো ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

রাস্তার পাশে দাঁড়ানো ট্রাককে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এতে আহত হন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতেরা হলেন, উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রামের মৃত তৈয়ম উদ্দিনের ছেলে মো. শাহজাহান (৬৫) এবং হামিদপুর গ্রামের চানমোহন সাহার ছেলে নেপাল চন্দ্র সাহা। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সিএনজির যাত্রীরা গতকাল সোমবার বিয়ের দাওয়াত খেতে ঘাটাইল উপজেলার আন্দিপুর গ্রামে লিটন সাহার বাড়িতে যান।  দাওয়াত খেয়ে আজ মঙ্গলবার ভোর ৪টায় সিএনজি যোগে তারা বাড়ি ফিরছিলেন। যাত্রী বোঝাই সিএনজিটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন তিনজন। স্থানীয়রা ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তি ও নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় উদ্ধার করা যায়নি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু