হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল মাতুব্বর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের বাসিন্দা। আহতরা একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর। তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লালসহ তিনজন ভ্যানে করে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিল্লাল মাতুব্বর কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে উত্তেজিত জনতা চালক ও হেলপারকে মারধর করে পুলিশে খবর দেন। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। উত্তেজিত জনতার মারধরে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ