হোম > সারা দেশ > ঢাকা

ইভিএমের ফলাফল পুনঃগণনা করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের আদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ফলাফল পুনঃগণনা করল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটির একটি ওয়ার্ডের নির্বাচনে এ কাজটি সম্পন্ন করেছে সংস্থাটি। 

ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোট পুনঃগণনা করা হয়েছে। ওই নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনঃগণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভোট পুনঃগণনার আদেশ প্রদান করেন। 

এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনঃগণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে। এ কমিটি গত শনিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনঃগণনা করে। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোট পুনঃগণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিট কার্ড প্রবেশ করিয়ে সেখান থেকে ফলাফল দেখা হয়। পরে নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখে ওই কমিটি। এ সময় অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার