হোম > সারা দেশ > ঢাকা

ইভিএমের ফলাফল পুনঃগণনা করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের আদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ফলাফল পুনঃগণনা করল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটির একটি ওয়ার্ডের নির্বাচনে এ কাজটি সম্পন্ন করেছে সংস্থাটি। 

ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোট পুনঃগণনা করা হয়েছে। ওই নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনঃগণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভোট পুনঃগণনার আদেশ প্রদান করেন। 

এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনঃগণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে। এ কমিটি গত শনিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনঃগণনা করে। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোট পুনঃগণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিট কার্ড প্রবেশ করিয়ে সেখান থেকে ফলাফল দেখা হয়। পরে নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখে ওই কমিটি। এ সময় অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার