হোম > সারা দেশ > নরসিংদী

দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি

রাকিব মিয়া ও সাকিব মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় ঈদের দিন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম গতকাল মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলাটি করেন।

মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে যুবক রাকিব ও সাকিবের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে ওই রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।

জানা গেছে, নিহত সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। ঈদের দিন সোমবার হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় তাঁদের ধরে মারধর করা হয়। ওই দিন রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ