হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আবু হুরেক (২৫) নামের ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। আজ শুক্রবার দুপুরে শহরের বাজিড় মোড়স্থ একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তার আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, আবু হুরেক ফেসবুকে নরসিংদীতে বসবাসকারী এক কলেজ ছাত্রীর (১৯) সঙ্গে পরিচিত হন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাবের নরসিংদী ক্যাম্পের একটি দল শহরের বাজির মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে আবু হুরেককে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট