হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তানভীরের বাগান ও হাজারি গুড়ে মুগ্ধ সংসদ সদস্য

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের হাজারি গুড় আর তানভীরের বাগানের লাল কদমসহ নানা ফুল দেখে বিমোহিত হয়েছেন নীলফামারী ৩ আসনের (জলঢাকার) এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অব)। গতকাল বৃহস্পতিবার সকালে বাল্লা ইউনিয়নে হাজারি গুড় তৈরি এবং বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামের ফুলের বাগান দেখতে আসেন তিনি। 

আজকের পত্রিকায় প্রকাশিত তানভীরের বাগানের লাল কদম ও গোলাপি দোলনচাঁপার প্রতিবেদন দেখে হরিরামপুরের লাল কদম সম্পর্কে জানেন তিনি। 

এটা ওনার ব্যক্তিগত সফর বলে জানান বাগান মালিক তরুণ উদ্যোক্তা তানভীর। 

এ সময় এমপি রানা বলেন, ইউটিউবে হাজারি গুড় সম্পর্কে ভিডিও দেখেছি। পরে আজ হরিরামপুরের ঝিটকা এলাকায় হাজারি গুড় তৈরি দেখেছি। মুড়ি আর হাজারি গুড় খেয়েছি। পত্রিকায় ব্যতিক্রমী লাল কদম সম্পর্কে জেনে লাল কদম দেখতে এসেছি। 

এমপি আরও বলেন, উদ্যোক্তা হিসেবে তানভীর আহমেদের রয়েছে দেশজুড়ে জনপ্রিয়তা। মেধাবী তানভীর তরুণ উদ্যোক্তাদের জন্য আইকন। বাগান দেখে বিমোহিত হয়েছি। 

বাগান মালিক তানভীর আহমেদ বলেন, এটা রানা মোহাম্মদ সোহেল এমপির সম্পূর্ণ ব্যক্তিগত সফর। এ জন্য করোনার এই সময়ে নিভৃতেই বাগানে এসেছেন। তিনি বৃক্ষপ্রেমী একজন মানুষ। ফল গাছের প্রতি তাঁর ভিন্ন রকমের ভালোবাসা রয়েছে। পৃথিবীর দুর্লভ গাছ দেখে উনি সত্যিই বিমোহিত। আশা করি বাগানটি সাজাতে পারব। উনি প্রায় দুই ঘণ্টা বাগানে অবস্থান করেছেন বলেও জানান তিনি। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট