হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তানভীরের বাগান ও হাজারি গুড়ে মুগ্ধ সংসদ সদস্য

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের হাজারি গুড় আর তানভীরের বাগানের লাল কদমসহ নানা ফুল দেখে বিমোহিত হয়েছেন নীলফামারী ৩ আসনের (জলঢাকার) এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অব)। গতকাল বৃহস্পতিবার সকালে বাল্লা ইউনিয়নে হাজারি গুড় তৈরি এবং বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামের ফুলের বাগান দেখতে আসেন তিনি। 

আজকের পত্রিকায় প্রকাশিত তানভীরের বাগানের লাল কদম ও গোলাপি দোলনচাঁপার প্রতিবেদন দেখে হরিরামপুরের লাল কদম সম্পর্কে জানেন তিনি। 

এটা ওনার ব্যক্তিগত সফর বলে জানান বাগান মালিক তরুণ উদ্যোক্তা তানভীর। 

এ সময় এমপি রানা বলেন, ইউটিউবে হাজারি গুড় সম্পর্কে ভিডিও দেখেছি। পরে আজ হরিরামপুরের ঝিটকা এলাকায় হাজারি গুড় তৈরি দেখেছি। মুড়ি আর হাজারি গুড় খেয়েছি। পত্রিকায় ব্যতিক্রমী লাল কদম সম্পর্কে জেনে লাল কদম দেখতে এসেছি। 

এমপি আরও বলেন, উদ্যোক্তা হিসেবে তানভীর আহমেদের রয়েছে দেশজুড়ে জনপ্রিয়তা। মেধাবী তানভীর তরুণ উদ্যোক্তাদের জন্য আইকন। বাগান দেখে বিমোহিত হয়েছি। 

বাগান মালিক তানভীর আহমেদ বলেন, এটা রানা মোহাম্মদ সোহেল এমপির সম্পূর্ণ ব্যক্তিগত সফর। এ জন্য করোনার এই সময়ে নিভৃতেই বাগানে এসেছেন। তিনি বৃক্ষপ্রেমী একজন মানুষ। ফল গাছের প্রতি তাঁর ভিন্ন রকমের ভালোবাসা রয়েছে। পৃথিবীর দুর্লভ গাছ দেখে উনি সত্যিই বিমোহিত। আশা করি বাগানটি সাজাতে পারব। উনি প্রায় দুই ঘণ্টা বাগানে অবস্থান করেছেন বলেও জানান তিনি। 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান