হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এএসপি ব্যারাকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিবুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি ভৈরবে। রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল আরোহী তিন রাস্তার মোড় থেকে বছিলার দিকে যাচ্ছিলেন। মাঝপথে পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তিনি ছিটকে পড়লে হেলমেট ভেঙে তাঁর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।

পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মকিদুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে নিহতের স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরিবার এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ