হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীর স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি-ব্লকে স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃডাকাত দলের সদস্য। 

আজ দুপুরে রাজধানীর মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন-ডাকাত দলের প্রধান রিপন খান ওরফে জাফর (২৩), সোহেল খান (২২), মো. নজরুল ইসলাম (৫০), জুয়েল ইসলাম (৩০। এ ছাড়া ডাকাতির মালামাল ক্রয় চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-তারেক হাসান (৩৬) ও তালহা (৩১)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১১০টি পারফিউম ও ২২টি লোশন উদ্ধার করা হয়। এ ছাড়াও ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন, ১টি পিকাপ যার নম্বর- (খুলনা মেট্রো-ন-১১-১৪৭৩) ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে। 

ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। 

ডিসি বলেন, গত ২০ মার্চ রাত ২টা ৩৯ মিনিটে বনশ্রীর বি-ব্লকে ডাকাতির ঘটনা ঘটে। দলনেতা রিপন ২০১৭ সালে মাদারিপুরে প্রথম ডাকাতি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়। জেলেও যায় যথারীতি। জামিনে এসে আগের চেয়ে কৌশলী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে সে। ২০২১ সালে তার গ্যাং ১৭টি ডাকাতির ঘটনা ঘটায়। ২০২৩ সালে ৭টি ডাকাতি করে। সর্বশেষ ৮ ডাকাতিই করেছে স্বপ্ন সুপারশপের বিভিন্ন আউটলেটে। 

বাগেরহাটের ফকিরহাট থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্য মতে স্বপ্ন সুপার শপের লুণ্ঠিত মালামাল ঢাকা জেলার আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গফুর মন্ডল মার্কেটের আশা কসমেটিকস এবং গোপালগঞ্জ কসমেটিকসের দোকান হতে উদ্ধার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন