হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীর স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি-ব্লকে স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃডাকাত দলের সদস্য। 

আজ দুপুরে রাজধানীর মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন-ডাকাত দলের প্রধান রিপন খান ওরফে জাফর (২৩), সোহেল খান (২২), মো. নজরুল ইসলাম (৫০), জুয়েল ইসলাম (৩০। এ ছাড়া ডাকাতির মালামাল ক্রয় চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-তারেক হাসান (৩৬) ও তালহা (৩১)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১১০টি পারফিউম ও ২২টি লোশন উদ্ধার করা হয়। এ ছাড়াও ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন, ১টি পিকাপ যার নম্বর- (খুলনা মেট্রো-ন-১১-১৪৭৩) ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে। 

ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। 

ডিসি বলেন, গত ২০ মার্চ রাত ২টা ৩৯ মিনিটে বনশ্রীর বি-ব্লকে ডাকাতির ঘটনা ঘটে। দলনেতা রিপন ২০১৭ সালে মাদারিপুরে প্রথম ডাকাতি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়। জেলেও যায় যথারীতি। জামিনে এসে আগের চেয়ে কৌশলী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে সে। ২০২১ সালে তার গ্যাং ১৭টি ডাকাতির ঘটনা ঘটায়। ২০২৩ সালে ৭টি ডাকাতি করে। সর্বশেষ ৮ ডাকাতিই করেছে স্বপ্ন সুপারশপের বিভিন্ন আউটলেটে। 

বাগেরহাটের ফকিরহাট থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্য মতে স্বপ্ন সুপার শপের লুণ্ঠিত মালামাল ঢাকা জেলার আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গফুর মন্ডল মার্কেটের আশা কসমেটিকস এবং গোপালগঞ্জ কসমেটিকসের দোকান হতে উদ্ধার করা হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু