হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় ইসলাম মিয়া ও তার পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 

ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, ঘোষকান্দা এলাকায় আমার বাসায় সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাতদল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবৎ অবস্থান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে চাচা চানমিয়া ও আলিনুর বাইরে আসলে তাদেরকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলতে চাইলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। ডাকাতের ছোড়া গুলিতে কাউসার, সুরত আলী, রিপন ও মিজান আহত হন। এ ছাড়াও ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া। 

সানাউল্লাহ নামের আরকে অপর ভুক্তভোগী জানান, ঘটনার পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ বাড়ির সিসি টিভি ফুটেজ জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির