হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় ইসলাম মিয়া ও তার পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 

ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, ঘোষকান্দা এলাকায় আমার বাসায় সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাতদল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবৎ অবস্থান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে চাচা চানমিয়া ও আলিনুর বাইরে আসলে তাদেরকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলতে চাইলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। ডাকাতের ছোড়া গুলিতে কাউসার, সুরত আলী, রিপন ও মিজান আহত হন। এ ছাড়াও ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া। 

সানাউল্লাহ নামের আরকে অপর ভুক্তভোগী জানান, ঘটনার পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ বাড়ির সিসি টিভি ফুটেজ জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট