হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় ইসলাম মিয়া ও তার পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 

ভুক্তভোগী ইসলাম মিয়া জানান, ঘোষকান্দা এলাকায় আমার বাসায় সীমানা প্রাচীর টপকে ৮/৯ জনের একটি ডাকাতদল দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। সেখানে এক ঘণ্টা যাবৎ অবস্থান করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী চাচাতো ভাই সানাউল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে চাচা চানমিয়া ও আলিনুর বাইরে আসলে তাদেরকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলতে চাইলে ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। ডাকাতের ছোড়া গুলিতে কাউসার, সুরত আলী, রিপন ও মিজান আহত হন। এ ছাড়াও ডাকাতের রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন রোকসানা, আলিনুর ও চান মিয়া। 

সানাউল্লাহ নামের আরকে অপর ভুক্তভোগী জানান, ঘটনার পরে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির টহলরত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ বাড়ির সিসি টিভি ফুটেজ জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু