হোম > সারা দেশ > ঢাকা

‘বঙ্গবন্ধুই প্রথম বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন’

ঢাবি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রথম গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’-শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. নূরুর রহমান খান। 

কে এম খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পুরো পাকিস্তানের হিসেবে প্রথম রাজবন্দী ছিলেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তখনকার সচিবালয়ের সামনে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা ছিল ইতিবাচক।’ ৫২ থেকে’ ৭১ এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লান্তিহীনভাবে বাংলা ভাষার দাবিতে স্লোগান দিত, সংগ্রাম চালাত।’ 

এ সময়, ন্যায়ের পক্ষের লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর অবদান রেখেই যাবে বলে আশা প্রকাশ করেন কে এম খালিদ। 

সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য ২৪ বছর সংগ্রাম করেছেন। এর মধ্যে অনেকদিন কারাগারে ছিলেন। সেই কারাগারে থাকার সময়টাকে একটা সময় হিসেবে বিবেচনা করলে একটা সংখ্যা দাড়ায়। কিন্তু সেই সময়ের সিকিউরিটি ইন্টেলিজেন্সের রেকর্ডে রাখা তথ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্লেষণ করে দেখতে পান, সেই সময় বঙ্গবন্ধু কড়া নজরদারিতে ছিলেন। এমনকি উনার (বঙ্গবন্ধু) সাথে বাসায় কে কথা বলতো সেটা পর্যন্ত রেকর্ডে রাখা হতো। সে হিসেবে বঙ্গবন্ধু ২৪ বছরই কারাগারে ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শাস্ত্র ও রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর সে স্বপ্ন সারা পৃথিবীর স্বপ্ন।’ 

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ