হোম > সারা দেশ > ঢাকা

‘বঙ্গবন্ধুই প্রথম বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন’

ঢাবি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রথম গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’-শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. নূরুর রহমান খান। 

কে এম খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পুরো পাকিস্তানের হিসেবে প্রথম রাজবন্দী ছিলেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তখনকার সচিবালয়ের সামনে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা ছিল ইতিবাচক।’ ৫২ থেকে’ ৭১ এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লান্তিহীনভাবে বাংলা ভাষার দাবিতে স্লোগান দিত, সংগ্রাম চালাত।’ 

এ সময়, ন্যায়ের পক্ষের লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর অবদান রেখেই যাবে বলে আশা প্রকাশ করেন কে এম খালিদ। 

সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য ২৪ বছর সংগ্রাম করেছেন। এর মধ্যে অনেকদিন কারাগারে ছিলেন। সেই কারাগারে থাকার সময়টাকে একটা সময় হিসেবে বিবেচনা করলে একটা সংখ্যা দাড়ায়। কিন্তু সেই সময়ের সিকিউরিটি ইন্টেলিজেন্সের রেকর্ডে রাখা তথ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্লেষণ করে দেখতে পান, সেই সময় বঙ্গবন্ধু কড়া নজরদারিতে ছিলেন। এমনকি উনার (বঙ্গবন্ধু) সাথে বাসায় কে কথা বলতো সেটা পর্যন্ত রেকর্ডে রাখা হতো। সে হিসেবে বঙ্গবন্ধু ২৪ বছরই কারাগারে ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শাস্ত্র ও রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর সে স্বপ্ন সারা পৃথিবীর স্বপ্ন।’ 

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ