হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিস্ফোরক মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ অক্টোবর সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ ব্যাপারী পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা ফরহাদ ইকবালকে সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুলিশভ্যানে উঠিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ ইকবালের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছেন।’ 

জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৯৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৬৬ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার