হোম > সারা দেশ > ঢাকা

‘মব’ সৃষ্টি করে হোটেল দখলচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সরকারি কাজে বাধা ও র‍্যাবের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৯ জুন) ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার নয়জন হলেন উত্তরার আবদুল্লাহপুর এলাকার সাজ্জাদ হোসেন, পাবনার আমিনপুর উপজেলার শফিক মোল্লা, দক্ষিণখানের ট্রান্সমিটার বালুর মাঠ এলাকার আরিফুল ইসলাম, দক্ষিণখান ফায়দাবাদের এলাকার তন্ময় হোসেন শাওন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম, উত্তরার আবদুল্লাহপুর বেড়িবাঁধের আনোয়ার হোসেন আশিক, ভোলার দুলারহাট উপজেলার সাইফুল ইসলাম সাগর, গাজীপুরের টঙ্গী এলাকার জালাল খান এবং দক্ষিণখানের ফায়দাবাদ গার্ডেন সিটির মো. আমির।

এর আগে শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাব বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় গ্রেপ্তার নয়জনসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১১ জনের নামে মামলা করে। মামলায় সরকারি কাজে বাধা ও র‍্যাবের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডের মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, মিলিনা হোটেলে মালিক আনোয়ার হোসেনের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে শফিক মোল্লা ও তাঁর সহযোগীরা হোটেলটি দখল করতে মব সৃষ্টির চেষ্টা চালান। ওই সময় ১০টি মোটরসাইকেলে ২৪ জন ছিলেন। বিষয়টি র‍্যাবের গোয়েন্দা দল দেখতে পেয়ে দূর থেকে ছবি তোলে ও ভিডিও করে। যা দেখতে পেয়ে দখলকারীরা র‍্যাবের গোয়েন্দা দলকে ঘেরাও করে। পরে র‍্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার