হোম > সারা দেশ > ঢাকা

বদলির তদবিরে অতিষ্ঠ ইসি সচিবালয়, অফিস আদেশ জারি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির তদবিরে অতিষ্ঠ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। তদবিরের চাপ কমাতে অফিস আদেশ জারি করেছে ইসি সচিবালয়।

আজ বুধবার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে ইসি সচিবালয়সহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তার কাছ পাঠানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু কর্মকর্তা-কর্মচারী ইসি সচিবালয়ে বদলির বিষয়ে তদবিরে আসেন। এ ছাড়া, অনেকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষণে এসে অপ্রয়োজনীয় তদবির বা অযথাই ইসি সচিবালয়ে ঘোরাঘুরি করেন। কর্মকর্তা-কর্মচারীদের এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী অসদাচরণের শামিল।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত বা কর্মস্থল ত্যাগ না করা এবং প্রশিক্ষণার্থীকে ইটিআইয়ের অনুমতি ছাড়া প্রশিক্ষণস্থল ত্যাগ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো, অন্যথায় তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির আবেদন অগ্রায়ণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই ও সুষ্ঠু সমন্বয়পূর্বক উপযুক্ত কারণ ও যৌক্তিকতা উল্লেখ করে সমন্বিতভাবে সুপারিশ সহকারে সচিবালয়ে পাঠাবেন। এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তদবির না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট