হোম > সারা দেশ > ঢাকা

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

ঢাবি সংবাদদাতা

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন তারা। এখান থেকে চাকরি প্রার্থী এ আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।

৪৬ বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আবদুল কাদের বলেন, আগামীকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশরীরে আমাদের ৫-৭ জন প্রতিনিধি যাবেন। তারা প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দেবেন। বাকিরা পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

আবদুল কাদের জানান, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলনরত করে আসছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকেই পিএসসির সামনে জড়ো হন তারা। পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা।

আবদুল কাদের বলেন, ‘পিএসসি থেকে পরীক্ষা পেছানো অসম্ভব বলে জানানো হয়। তারা স্লট ফাঁকা না থাকা, প্রশ্নের গোপনীয়তা নিয়ে আশঙ্কাসহ নানা অজুহাত দেখান। আমাদের এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা ফিরে এসে সড়কে অবস্থান করি। পরে রাত ৮টার দিকে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি শুরু করি।’

আন্দোলনকারীদের মধ্য থেকে সানি সরকার বলেন, ‘৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এভাবে এক বছর সময় লাগবে ৪৪ তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে আগামী ৮ মে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। কয়েকটা ব্যাচ একত্রিত হয়ে যাওয়ায় জট তৈরি হচ্ছে। আমরা চাই একটা ব্যাচের কার্যক্রম সম্পন্ন করে আরেকটা শুরু করা হোক। এ জট নিরসন করে তারপর পরীক্ষার আয়োজন করুক।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট