হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বেনজীরের সাভানা রিসোর্ট থেকে মাছ চুরির ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা সম্পত্তি গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান সদর থানায় মামলাটি করেন। 

মামলায় রিসোর্টের মৎস্য ও হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাভানা ইকো রিসোর্টের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় রিসোর্টের মৎস্য কর্মকর্তাসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেছে দুদক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে প্রধান আসামি শফিকুলসহ জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’ 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘শুক্রবার রিসোর্টে রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল। এ সময় সংবাদ পাওয়া যায়, রিসোর্টের অভ্যন্তরের পুকুর থেকে মাছ চুরি হচ্ছে। সেখানে গিয়ে দুদকের কর্মকর্তারা জেলেদের জিজ্ঞাসাবাদ করেন। জেলেদের কাছ থেকে জানা যায়, রিসোর্টের মৎস্য ও হ্যাচারি কর্মকর্তা শফিকুলের নির্দেশে মাছ ধরেছেন তাঁরা। 

পরে সেখান থেকে ৫৯০ কেজি তেলাপিয়া ও কাতল মাছ জব্দ করে রাতেই তা নিলামে ৮৩ হাজার ৭৫৪ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করে দেওয়া হয়। মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন—

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট