হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় গ্রেপ্তার বেসিসের সাবেক সভাপতি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে দিনমজুর আক্তার হোসেন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর জামিনে মুক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাঁকে জামিন দেন।

গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরই তাঁকে জামিন দেওয়া হয়। তবে তাঁকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

বিকেলে আলমাস কবীরকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই মাইদুল ইসলাম রিমান্ডের আবেদন না করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আলমাস কবীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।

অন্যদিকে আলমাস কবীরের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানিতে তিনি বলেন, ঘটনার সময় আলমাস বিদেশে ছিলেন। পরে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন দেওয়ার পর আলমাস কবীরকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয়।

ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে আলমাসকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হয়।

গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় মোহাম্মদপুর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর মোহাম্মদ আক্তার হোসেন (২৬)। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা ওবায়দুল হক বাদী হয়ে আলমাস কবীরসহ ৮০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

উল্লেখ্য, আলমাস কবীর সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের প্রধান নির্বাহী (সিইও) ছিলেন। কোম্পানিটি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কোম্পানিটি ইন্ট্রানেট, ইন্টারনেট, আইপি টেলিফোনি, ক্লাউড কম্পিউটিং, ফিনটেকসহ নানা ধরনের আইটি-সংশ্লিষ্ট পরিষেবা দেয়।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত