ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের আব্বা বাহিনীর প্রধান আফতাব উদ্দিন ওরফে রাব্বির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
এর আগে সাইফুল ইসলাম ওরফে রাসেল হত্যার অভিযোগে করা মামলায় আফতাবকে গত ২১ মার্চ জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যা আজ রোববার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আফতাবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাসেল হত্যা মামলার প্রধান আসামি আফতাব। সে আব্বা বাহিনীরও প্রধান। হাইকোর্টের জামিনের পর আফতাব কারামুক্তি পান। চেম্বার আদালত তাঁর জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এরফলে তাকে কারাগারে যেতেই হচ্ছে।’