হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর শংকরে পদচারী সেতুর উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন। 

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের বাস রুট রেশেনালাইজেশন যে কার্যক্রম চলছে, তা আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উদ্বোধন করবেন। এই পরিপ্রেক্ষিতে, আমাদের যে যাত্রীছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা হচ্ছে, আমরা সেগুলো পরিদর্শন করছি। আপনারা লক্ষ্য করেছেন, শংকরের এখানেই একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথ সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।’ 

আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্নের মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমাদের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে আমরা সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, পদচারী সেতুসহ যেসব অবকাঠামো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন তাঁরা ব্যবহার করেন। সব চৌরাস্তা নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং, সেগুলোও আমরা নতুন করে করে দিচ্ছি।’ 

এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট