হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর শংকরে পদচারী সেতুর উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন। 

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের বাস রুট রেশেনালাইজেশন যে কার্যক্রম চলছে, তা আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উদ্বোধন করবেন। এই পরিপ্রেক্ষিতে, আমাদের যে যাত্রীছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা হচ্ছে, আমরা সেগুলো পরিদর্শন করছি। আপনারা লক্ষ্য করেছেন, শংকরের এখানেই একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথ সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।’ 

আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্নের মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমাদের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে আমরা সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, পদচারী সেতুসহ যেসব অবকাঠামো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন তাঁরা ব্যবহার করেন। সব চৌরাস্তা নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং, সেগুলোও আমরা নতুন করে করে দিচ্ছি।’ 

এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ