হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আশঙ্কাজনক ৯ জনের চিকিৎসায় আনা হবে পরিবর্তন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সেই সঙ্গে চিকিৎসার বিষয়ে বোর্ডের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে ৯ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে, যাঁদের দুজনকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’

চিকিৎসক সামন্ত লাল আরও বলেন, ‘কিছুক্ষণ আগে ২০ সদস্যের মেডিকেল বোর্ড মিলে সব রোগী দেখেছি এবং তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তে তাঁদের চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হবে। আজ অস্ত্রোপচারকক্ষে নিয়ে তাঁদের শরীরে ড্রেসিং করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।’

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, ‘সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে। বাসায় না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। ভর্তি থাকা ডেন্টালের ইন্টার্ন চিকিৎসক আল-আমিন কিছুটা ভালো রয়েছেন।’

গতকাল রাতে হাফেজ মুসা হায়দার (৪২) নামে দগ্ধ একজন মারা গেছেন বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার