হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আশঙ্কাজনক ৯ জনের চিকিৎসায় আনা হবে পরিবর্তন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সেই সঙ্গে চিকিৎসার বিষয়ে বোর্ডের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে ৯ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে, যাঁদের দুজনকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’

চিকিৎসক সামন্ত লাল আরও বলেন, ‘কিছুক্ষণ আগে ২০ সদস্যের মেডিকেল বোর্ড মিলে সব রোগী দেখেছি এবং তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তে তাঁদের চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হবে। আজ অস্ত্রোপচারকক্ষে নিয়ে তাঁদের শরীরে ড্রেসিং করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।’

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, ‘সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে। বাসায় না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। ভর্তি থাকা ডেন্টালের ইন্টার্ন চিকিৎসক আল-আমিন কিছুটা ভালো রয়েছেন।’

গতকাল রাতে হাফেজ মুসা হায়দার (৪২) নামে দগ্ধ একজন মারা গেছেন বলেও জানান তিনি।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি