বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে, বিশেষ করে করোনাকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেলেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ পদক প্রদান অনুষ্ঠান ও ‘রক্তস্নাত বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার পাঁচ দশক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশের (বিএইচআরবি) উদ্যোগে এই পদক ও সম্মাননা দেওয়া হয়।
‘ব্যক্তি’ ক্যাটাগরিতে পদক ও সম্মাননা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান।
‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে পদক ও সম্মাননা স্মারক পায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা ও জেএমআই গ্রুপ।
সম্মাননা প্রদান প্রসঙ্গে বিএইচআরবি মহাসচিব ড. মো. শাহজাহান জানান, বিএইচআরবি পদক ও সম্মাননা প্রদানের জন্য গঠিত নির্বাচনী বোর্ড ‘ব্যক্তি’ ক্যাটাগরিতে পাঁচজনকে এবং ‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। সম্মাননা দেওয়ার ক্ষেত্রে করোনাকালে তাদের কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচিত হয়েছে।
ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) জাতিসংঘ কর্তৃক ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদের আলোকে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।