হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ছেলের জন্মদিনে মা-বাবাকে দাওয়াত না করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে ছেলের জন্মদিনে মা-বাবাকে দাওয়াত না করায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে সদর উপজেলার বাঘাইকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। পুলিশ ওই গৃহবধূর শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত গৃহবধূ রুমানা বেগম (২১) বাঘাইকান্দি এলাকার প্রবাসী রুহুল আমিনের মেয়ে। তাঁর স্বামী একই এলাকার নাদিম দেওয়ান (৩০)। ২০২০ সালে পারিবারিকভাবে নাদিম ও রুমানার বিয়ে হয়। তাঁদের ঘরে দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

রুমানার স্বজনেরা জানান, গতকাল রোববার নাদিম-রুমানা দম্পতির একমাত্র ছেলের জন্মদিন ছিল। রুমানা তাঁর ছেলেকে নিয়ে বাবার বাড়ি ছিলেন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় সেখানে মিলাদের আয়োজন করা হয়। নাদিম সন্ধ্যায় রুমানাদের বাড়ি যান। ছেলের জন্মদিনে নাদিমের মা-বাবাকে কেন দাওয়াত করা হয়নি, এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসেন নাদিম।

রাত ৯টার দিকে রুমানা তাঁর ছেলেকে আনতে তাঁর মামাকে নাদিমদের বাড়ি পাঠান। নাদিম ছেলেকে দেবেন না বলে জানান। পরে রাত সাড়ে ১২টার দিকে ছেলেকে আনতে নাদিমদের বাড়ি যান রুমানা। সেখানে আবার দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুমানাকে ছুরিকাঘাত করেন নাদিম। গুরুতর আহত অবস্থায় রুমানাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, গতকাল রাত পৌনে ২টার দিকে ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

রুমানার ছোট ভাই রনি ব্যাপারী বলেন, ‘আমরা দুই ভাই-বোন ছিলাম। রুমানা বড় ছিলেন। তাঁর সংসারে আমার বাবা টাকাপয়সা দিয়ে সহযোগিতা করতেন। গতকাল শুধু নাদিমের মা-বাবাকে দাওয়াত না করার জের ধরে আমার বোনকে মেরে ফেলা হলো। আমি আমার বোনের হত্যাকারীর বিচার চাই।’

নিহত রুমানার ফুফু সাথী বেগম বলেন, ‘পারিবারিকভাবে কত আনন্দ-ফুর্তি করে তিন বছর আগে আমাদের একমাত্র ভাতিজিকে নাদিমের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের এক বছর পর্যন্ত তাদের সংসার ভালোই চলছিল। ছেলে হওয়ার পর থেকেই নাদিম ঝগড়াঝাঁটি শুরু করে। গতকালও বিনা কারণে ঝগড়াঝাঁটি করে মেয়েটিকে মেরে ফেলা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত নাদিম পলাতক রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের মা ও বোনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় নাদিমের মা ও বোনকে আটক করার কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ক্ষুব্ধ লোকজন তাঁদের ঘিরে রেখেছিল। এ কারণে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা