হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ পড়ে নিহত ১

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ ছিটকে পরে হাসান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। 

আজ শনিবার রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত হাসানের প্রতিবেশী শফিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসান বাসা থেকে বেরিয়ে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। সাত মসজিদ হাউজিং ছয় নম্বর রোড এলাকার সড়কে আসলে সেখানে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং থেকে একটি রড ছিটকে পরে হাসানের শরীরে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে আহত হলে প্রথমে লোকজন তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাসান চট্টগ্রাম আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সাত মসজিদ হাউজিং এলাকায় একটি বাসায় থাকত। বায়োফার্মা লিমিটেড হেড অফিসের সাপ্লাই চেইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদপুর থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

প্রতিবেশীরা বলেন, রাস্তায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পরেছিল ওই ব্যক্তির মাথায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন