হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ জবি উপাচার্যের

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিভিন্ন জায়গায় আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর তালিকা করে সাহায্য করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাদেকা হালিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আহত হয়েছে, এমন সব শিক্ষার্থীর তালিকা করার নির্দেশ দিয়েছি প্রক্টরকে। তালিকার মাধ্যমে হতাহত শিক্ষার্থীদের সাহায্য করা হবে। অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে, তাদের তালিকা পেলে আমরা যেকোনো সাহায্য করতে পারব।’ 

সাদেকা হালিম আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে) চিকিৎসাধীন থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনকে রিলিজ দেওয়া হয়েছে, অনিক নামের একজন শিক্ষার্থীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার খাদ্যনালিতে ফুটো হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে তালিকা করা শুরু করেছি। ৮-৯ জন শিক্ষার্থীর আহত হওয়ার খোঁজ পেয়েছি। যাদের টাকার প্রয়োজন ছিল, দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের তালিকার কাজ চলমান।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা