হোম > সারা দেশ > ঢাকা

হাটে হাটে শেষ মুহূর্তে গরু বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার সারা দেশে পালিত হবে কোরবানির ঈদ। তাই মানুষ শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে পশু কোরবানির। অনেকে এরই মধ্যে পশুর হাট থেকে পছন্দের গরু ও ছাগল কিনে নিয়েছেন। তবে ঢাকার ক্রেতাদের বড় অংশ পশু কিনবেন আজ। 

আজ শনিবার ঢাকার দুই সিটির ৩টি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে হাটে শেষ মুহূর্তে পশু বিক্রির ধুম পড়েছে। কমলাপুর পশুর হাটে কথা হয় গরু ব্যবসায়ী রাজ্জাক হোসেনের সঙ্গে। কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে তিনি হাটে এসেছেন। রাজ্জাক হোসেন জানান, গত দুই দিনে ৯টি গরু বিক্রি হয়ে গেছে। আজ শেষ দিন কেনা দামে হলেও বাকি গরু বিক্রি করে দেব। 

বগুড়ার গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আজ সকালে ১৭টি গরু নিয়ে কমলাপুর হাটে এসেছেন। এর মধ্যে ছোট সাইজের একটা গরু ৬৮ হাজার টাকা বিক্রি করেছেন। বেলা শেষ হওয়ার আগেই বাকি গরুও বিক্রি করতে পারবেন প্রত্যাশা জাহাঙ্গীরের। 

রাজধানীর শান্তিনগর থেকে কমলাপুরে গরু কিনতে এসেছেন সেলিম আহমেদ। তিনি জানান, মাঝারি সাইজের গরু তাঁর পছন্দ। বাজেট ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। আজকে কোরবানির গরু নিয়েই ঘরে ফিরতে চান তিনি। 

শাহজাহানপুর খেলার মাঠে ১০টি গরু নিয়ে এসেছিলেন কুষ্টিয়ার মিরপুর এলাকার শহীদুল ইসলাম। তিনি আট বছর ধরে এই হাটে গরু নিয়ে আসেন। শহীদুল ইসলাম জানালেন, শুক্রবার রাতেই তাঁর ৮টি গরু বিক্রি হয়ে গেছে। দামও পেয়েছেন ভালো। বাকি দুটি গরু আজ বিক্রি করবেন। 

শাহজাহানপুর খেলার মাঠ ইজারাদার আব্দুল লতিফ জানালেন, এবার হাটে বেচা-বিক্রি ভালোই জমেছে। শুক্রবার রাতের মধ্যে শাহজাহানপুর হাটে ব্যবসায়ীদের বেশির ভাগ গরু বিক্রি হয়ে গেছে। 

এদিকে আফতাবনগর পশুর হাটেও বিক্রি বেশ ভালো হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই হাটে নওগাঁ থেকে ৫টি গরু নিয়ে এসেছিলেন আতিকুর রহমান। এর মধ্যে ৩টি গরু বিক্রি হয়েছে বলে জানালেন আতিকুর। 

এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ