হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার ঘটনায় থানায় অভিযোগ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় শুক্রবার (১ জুলাই) রাতে ড. রতন সিদ্দিকীর স্ত্রী ফাহমিদা হক কলি বাদী হয়ে এ অভিযোগ করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাড়িতে হামলার অভিযোগে তাঁর স্ত্রী ফাহমিদা হক বাদী হয়ে অজ্ঞাত দুই-তিনশজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।’ 

এসআই হাসান মাহমুদ বলেন, ‘এতে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।’ 

এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬/এ নম্বর সড়কের বাসায় শুক্রবার জুমার নামাজের পরপরই হামলার ঘটনা ঘটে। এতে দুই শতাধিক মুসল্লি অংশ নেয় বলে জানা যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে অধ্যাপক ড. রতন সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘জুমার নামাজের পর শ দুয়েক মানুষ হামলা করল। তারা প্রথমে বলল, আমি ধর্মের অবমাননা করছি। তখন যখন আমি চ্যালেঞ্জ করলাম, কোথায় করেছি? পরে তারা বলল, আমার স্ত্রী করেছে। তখন লোকজন আমার গ্রিল ভাঙার চেষ্টা করল। কিন্তু পারেনি। তখন তারা বলল, ধর্ম অবমাননার জন্য ওদের কাছে, মানুষের কাছে আমার স্ত্রীকে মাফ চাইতে হবে। পরে তারা চিৎকার চেঁচামেচি করে।’ 

তিনি বলেন, ‘হামলাকারীরা আমাকেই মারার চেষ্টা করেছে। কিন্তু আমি গ্রিলের ভেতরে ছিলাম। পরে র‍্যাব পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসার সামনে একজন মোটরসাইকেল রেখে পাশের মসজিদে নামাজ পড়ছিলেন। তখন ওনারা গাড়ি নিয়ে বাসার গেটে আসেন। আর তাঁদের ড্রাইভার হর্ন দিয়েছিলেন। এই হর্নকে কেন্দ্র করে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে তাঁদের একটু কথা-কাটাকাটি হয়।’ 

উল্লেখ্য, ড. রতন সিদ্দিকী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদকও ছিলেন। নাটকে অবদান রাখায় ২০২০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। তাঁর স্ত্রী ফাহমিদা হক কলিও একজন লেখক ও নাট্যব্যক্তিত্ব।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব