হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে রাজনীতি আবার শুরু হতে পারে: উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। 

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’ 

ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’

উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি। 

ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান