হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে রাজনীতি আবার শুরু হতে পারে: উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। 

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’ 

ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’

উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি। 

ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর