হোম > সারা দেশ > ঢাকা

১৮ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে অ্যাপেক্স ট্যানারির সামনে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। আজ মঙ্গলবার সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের অ্যাপেক্স ট্যানারির সামনে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় চামড়াশিল্পের শ্রমিকদের জন্য সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, এত দিন ধরে ট্যানারি শ্রমিকেরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করতেন। তাঁদের চাকরি স্থায়ী করা হয় না। পরে সরকার ট্যানারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করে। সব ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি ট্যানারি মালিকপক্ষ। দীর্ঘ সময় পার হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

ট্যানারি শ্রমিক নিলুফা বলেন, ‘সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা। মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই এ মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু মালিকেরা এখন এসে বলেন এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে। আমরা ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে আমাদের সংসার চলে না। তাঁরা আমাদের দিয়ে কোটি কোটি টাকা আয় করছেন; কিন্তু আমাদের পাওনা দেন না।’

ফারুক হোসেন নামের আরেক শ্রমিক বলেন, ‘গত ২১ নভেম্বর সরকার আমাদের ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। পাঁচটি গ্রেডে আমাদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর থেকে একচুল কম নিতে আমরা রাজি নই।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি ও আঞ্জুমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শুধু ন্যূনতম মজুরি নয়, আরও বেশ কিছু বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড নিয়েও সমস্যা রয়ে গেছে। আমরা তিন দিন আগেও আলোচনায় বসেছিলাম, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে।’ ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান