হোম > সারা দেশ > ঢাকা

১৮ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে অ্যাপেক্স ট্যানারির সামনে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। আজ মঙ্গলবার সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের অ্যাপেক্স ট্যানারির সামনে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় চামড়াশিল্পের শ্রমিকদের জন্য সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, এত দিন ধরে ট্যানারি শ্রমিকেরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করতেন। তাঁদের চাকরি স্থায়ী করা হয় না। পরে সরকার ট্যানারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করে। সব ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি ট্যানারি মালিকপক্ষ। দীর্ঘ সময় পার হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

ট্যানারি শ্রমিক নিলুফা বলেন, ‘সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা। মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই এ মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু মালিকেরা এখন এসে বলেন এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে। আমরা ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে আমাদের সংসার চলে না। তাঁরা আমাদের দিয়ে কোটি কোটি টাকা আয় করছেন; কিন্তু আমাদের পাওনা দেন না।’

ফারুক হোসেন নামের আরেক শ্রমিক বলেন, ‘গত ২১ নভেম্বর সরকার আমাদের ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। পাঁচটি গ্রেডে আমাদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর থেকে একচুল কম নিতে আমরা রাজি নই।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি ও আঞ্জুমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শুধু ন্যূনতম মজুরি নয়, আরও বেশ কিছু বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড নিয়েও সমস্যা রয়ে গেছে। আমরা তিন দিন আগেও আলোচনায় বসেছিলাম, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে।’ ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন