হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর ডেমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানান, গতকাল সন্ধ্যার পর একটি ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুর। পূর্বপরিকল্পিতভাবে ডেমরা বাজারে ওত পেতে থাকা ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাং সদস্য যমজ ভাই শান্ত, প্রান্ত ও তাদের সহযোগী মারুফ, ইমনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন হাবিবুরের ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা হাবিবুরের মাথায় কাঁচি ও চাপাতি দিয়ে কোপ দেয়। এ সময় ভুক্তভোগী চাপাতির কোপ থেকে কিছুটা রক্ষা পেলেও কাঁচির সরাসরি আঘাতে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাবিবুরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে, এমন খবর পেয়েছি। এ ঘটনায় ঢামেকে ও ঘটনাস্থলে পৃথকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন