হোম > সারা দেশ > ঢাকা

বছিলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের বছিলায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম (৩৫)। আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালকসহ পাঁচজন। এর মধ্যে চারজনই নারী।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বছিলা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন বলেন, সকালে বছিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

এসআই গোলাপ উদ্দিন বলেন, ঘটনার পরপরই ডাম্পট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মৃত সেলিমের বাসা কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায়। তিনি পেশায় কসাই ছিলেন। 

আহতরা হলেন মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)। 

আহত রানি বেগমের ভাগনি লিমা আক্তার বলেন, সালমা ও মারফিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের ডাক্তার দেখাতে হাসপাতালে যাচ্ছিলেন মারুফা বেগম ও রানি বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, এক সিএনজি অটোরিকশাচালকসহ চার নারী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সালমা আক্তারের অবস্থা গুরুতর। তাঁকে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া মারুফাকে মিরপুর ডেন্টাল মেডিকেলে পাঠানো হয়েছে। রানি ও সিএনজিচালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট