বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অভিযান চালিয়ে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে পরিচালিত ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২১৭টি বাস ও মিনিবাসে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৮৭টি ডিজেল ও ৩৫টি সিএনজি চালিত বাস-মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়। এসব মামলার বিপরীতে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কথা বলেন।