হোম > সারা দেশ > ঢাকা

‘বুয়েটে সব ঠিকঠাক চলছে, শুধু আমার ছেলে নেই’, বুয়েট শহীদ মিনারে ফারদিনের বাবা

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার এক মাস হয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করে ধরতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন। 

আজ মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুয়েট শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ফারদিনের বাবা বলেন, ‘সন্তান হারিয়ে আমার আর বলার কিছু নেই। বুয়েটে সবকিছু ঠিকঠাক চলছে, শুধু আমার বাবা (ছেলে) নেই।’ 

কাজী নূর উদ্দিন বলেন, ‘এক মাস হয়ে গেল কিন্তু কাউকে চিহ্নিত করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী কাউরে ধরতে পারল না। একজন বাবা হিসেবে আমার কিছু বলার নেই।’ এ সময় অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ফারদিনের বাবা। 

ফারদিনের বাবা বলেন, ‘ফারদিনের সহপাঠী, বন্ধুরা আজ বিচারের দাবিতে দাঁড়িয়েছে। কিন্তু বুয়েট প্রশাসন কোনো কিছু করেনি।’ প্রশাসন যদি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, খোঁজখবর রাখে তাহলে অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ সহজ হবে বলে আশা করেন তিনি। 

কাজী নূর উদ্দিন আরও বলেন, ‘বুয়েট থেকে আর কোনো সন্তান যেন মায়ের বুক খালি করে না চলে না যায়। বুয়েটের বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতার চাদরে ঢেকে ফেলেছে, সকলে অনিশ্চয়তার ভেতর আছেন। দ্রুত সময়ে যদি ফারদিনের হত্যাকারীদের খুঁজে বের করা যায় তাহলে শিক্ষার্থী ও অভিভাবকেরা আস্থা ফিরে পাবে।’ 

মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে আসা পরস্পরবিরোধী তথ্য দেখে আমরা বিভ্রান্ত। বুয়েট শিক্ষার্থীরা ফারদিন নূর পরশের খুনিদের শনাক্ত করে দ্রুত সময়ে গ্রেপ্তার এবং তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত বুয়েট শিক্ষার্থীরা ফারদিনের পরিবারের পাশে আছে এবং থাকবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু