হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে জমিতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১১

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বন্দোবস্ত করা জমিতে ঘর তোলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার বেড়বাড়ি টান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

একপক্ষের আহতরা হলেন-শুকুর মাহমুদ (৫৫), শহিদুর রহমান (৩৪), আছিরন (৪০), সজীব আহমেদ (২৪), রাফেলা (৩৫)। 

অপরপক্ষের আহতরা হলেন-লেবু মিয়া ওরফে লেবু পীর (৫৬), মো. রফিকুল ইসলাম (৪৫), আমিনুল ইসলাম (৩২), লাভলু মিয়া (৫০) সোহেল (৩৫), ফজলুল করিম (৪৫)। 

এদের মধ্যে সজীব ও আছিরন গুরুতর আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদিকে অপরপক্ষের লেবু মিয়া ও রফিকুল ইসলাম টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়বাড়ি এলাকার সরকারি খাস জমি ওই এলাকার লেবু মিয়ার ছেলে শাহীন মিয়া বন্দোবস্ত পান। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল শুকুর মাহমুদ। জমির কিছু অংশে তাঁর বংশের লোকজনের কবরও রয়েছে। রোববার সকালে ওই বন্দোবস্তকৃত জমিতে শাহীনের বাবা লেবু মিয়াসহ তাঁর পক্ষের লোকজন ঘর তুলতে যান। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। 

এ ঘটনায় শাহীনের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। 

শুকুর মাহমুদ পক্ষের শহিদুর রহমান বলেন, ‘এই জমিতে আমার দাদা, দাদি, ফুপুসহ ৬টি কবর রয়েছে। সেই জমিটি ভূমিহীন দেখিয়ে শাহীন ও তাঁর স্ত্রী মিলে বন্দোবস্ত এনেছে। আসলে ওরা ভূমিহীন না। শাহীন এখন বিদেশে থাকে, ওরা একটি প্রভাবশালী পরিবার। মারামারির ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। আমাদের বলেছে কাগজপত্র নিয়ে আসেন। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’ 

এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘ওই জমির বিষয়ে কয়েক দফা সালিশি বৈঠক হয়েছে। বন্দোবস্তের জমিটি শাহীনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে জমি নিয়ে মারামারি খুবই দুঃখ জনক।’ 

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘জমি নিয়ে মারামারির ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’   

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট