হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে স্বর্ণের বারসহ প্রবাসী যাত্রী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।

প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।

জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট