ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা ও চোখ উপড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘ডোবার মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। যুবকের গলাকাটা ও চোখ উপড়ানো অবস্থায় ছিল। নিহতের পরনে গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’